শ্রীলঙ্কা ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক অর্জুনা রণতুঙ্গার বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ আনলেন এক ভারতীয় বিমান সেবিকা৷ মুম্বইয়ের একটি হোটেলে নাকি তাঁর উপরে এই নির্যাতন করা হয়েছিল৷
সম্প্রতি #MeToo প্রতিবাদে ঝড় উঠেছে গোটা দেশজুড়ে৷ সেই প্রতিবাদে সামিল হয়েই ফেসবুকে একটি পোস্ট করেন ওই বিমানসেবিকা৷ লিখেছেন, “আমার সহকর্মীরা হোটেলের এলিভেটরে ভারত এবং শ্রীলঙ্কার ক্রিকেটারদের দেখতে পেয়েছিল৷ ঠিক করেছিলাম হোটেলের রুমে ওদের সঙ্গে দেখা করব৷ সেইসঙ্গে অটোগ্রাফও নেব৷ আমরা দুজনে ঘরে ঢুকতেই দেখি ওনারা মদ্যপান করছেন৷ আমাদের দুজনকেও মদ্যপান করতে বলা হয়৷ ওনারা মোট সাতজন ছিলেন৷ আর আমরা মাত্র দুজন৷ তবে আমরা মদ্যপান করিনি৷”

তিনি আরও লিখেছেন, “কিছুক্ষণ পরেই ওরা ঘরের দরজা বন্ধ করে দেয়৷ আমাদের মনের মধ্যে আতঙ্ক বাড়তে থাকে৷ আমরা ঘর থেকে বেরিয়ে যেতে চাইলে আমাদের আটকানো হয়৷ এরপর রণতুঙ্গা পিছন থেকে এসে প্রথমে আমার কোমর জড়িয়ে ধরে৷ আটকাতে গেলে আমার স্তন স্পর্শ করে৷ আমি ওনার পায়ের পাতায় জোরে লাথি্ মারি৷ এতে উনি খানিকটা পিছনে সরে যান৷ আমি ওনাকে পাসপোর্ট বাতিল করে দেওয়ার এবং পুলিশের কাছে যাওয়ার ভয় দেখাই৷ তারপর উনি ভয় পেয়ে আমাকে ছেড়ে দেন৷”
এরপর তিনি রিসেপশনে গিয়ে গোটা বিষয়টা জানালে তাঁরা অবশ্য ব্যাপারটিকে পাত্তা দিতে চাননি৷ এবং এটাকে ওই মহিলার “ব্যক্তিগত বিষয়” বলে এড়িয়ে যান৷